মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৬:২৭ পূর্বাহ্ন
শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভ্রমণের ছবি, ভিডিও শেয়ার করছিলেন রাজ শুভশ্রী। সাথে ছিলো এলমাত্র সন্তান ইউভানও। ছেলের খুশি দেখে মুখে হাসি উপচে পড়ছিল রাজ-শুভশ্রীরও।
আর এবার শুভশ্রী বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় যা প্রমাণ করেছে কতটা অসাম্প্রদায়িক তিনি। ছবিতে দেখা যাচ্ছে মাথায় ওড়না দিয়ে আজমীর শরিফের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায়
রেখেছিলেন রাজ, এমনকি স্বামী রাজ চক্রবর্তী ও সন্তান ইউভানও ছিলেন মাথায় টুপি পরা অবস্থায়। আর এই ছবিগুলোই ব্যপক প্রশংসিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে এ বিষয়ে পরিচালক বিধায়ক জানিয়েছিলেন, আজমীর শরিফ দরগা, খাটুসাম, নিমরানা দুর্গে যাবেন তাঁরা। সালাসার বালাজি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা আছে তাদের।