রোজিনার পদে বসা নিয়ে যা জানালো নায়ক রিয়াজ

| আপডেট :  ২৭ মার্চ ২০২২, ০২:১৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৭ মার্চ ২০২২, ০২:১৭ অপরাহ্ণ

সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করেন ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা। ১৮৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে, সময় দিতে পারবেন না জানিয়ে এই নায়িকা সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠান।

পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সমিতির দায়িত্বে থাকবেন বলেন জানান গুণী এই অভিনেত্রী। কিন্তু তাতে কোনো লাভ হলো না। আবেদনের প্রেক্ষিতে রোজিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। তিনি কাঞ্চন-নিপুন পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। গতকাল (শনিবার) বিকেলে সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১১ জন উপস্থিত ছিলাম। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে এ ব্যাপারে তার সঙ্গে কথা বলেছিলাম, তার সম্মতিক্রমেই কমিটিতে নেওয়া হয়েছে।’

এদিকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রোজিনার জায়গায় নিজেকে অন্তর্ভুক্ত করার বিষয়টি লোকমুখে শুনেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রিয়াজ। তার ভাষ্য, ‘আমি শুনেছি, রোজিনা আপার পদত্যাগের কারণে কার্যকরী পরিষদের একটি সদস্যপদ শূন্য হয়েছিল। ওই পদে আমাকে নেওয়া হয়েছে। যাঁরা আমাকে যোগ্য মনে করে কমিটিতে নিয়েছেন, তাদের ধন্যবাদ। তবে লিখিত চিঠি এখনো পাইনি আমি। পেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো যাবে।’

রিয়াজ যোগ করেন, ‘দেখুন, কমিটিতে না থাকলেও শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে চলচ্চিত্রের উন্নয়নে বিগত দিনেও কাজ করেছি, এখনো করতে চাই। তবে কমিটিতে থেকে আরও ভালোভাবে কাজ করা যায়।’

প্রসঙ্গত, এদিন (২৬ মার্চ) শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী সদস্য অঞ্জনা, নাদের খান, অমিত হাসান, কেয়া, জেসমিন।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনী ফলাফলে সাধারণ সম্পাদক পদে পরাজিত নিপুন আক্তার। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো এই পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। আপাতত সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুন আক্তারের আইনি লড়াই চলছে।