ছেঁড়া জিন্স পরে আসা যাবে না শিক্ষাপ্রতিষ্ঠানে

| আপডেট :  ২৬ মার্চ ২০২২, ০৩:০৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ মার্চ ২০২২, ০৩:০৩ অপরাহ্ণ

ছেঁড়া জিন্স পড়ে কলেজ ক্যাম্পাসে ঢোকা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয় কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে। এর আগে হিজাব পড়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়।

সম্প্রতি কলেজ কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্তিম ভাবে ছেঁড়া জিন্স প্যান্ট ওর ট্রাউজার্স পড়ে কলেজে আসা যাবেনা। কেউ এই নির্দেশনা যদি না মানে তবে তাকে ট্রান্সফর সার্টিফিকেট দেওয়া হবে। হঠাৎ করেই কলেজ কর্তৃপক্ষের এরূপ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু শিক্ষার্থী।

কলেজের এক শিক্ষার্থী বলেন, অশালীন পোশাক নিষিদ্ধ করা যেতে পারে তবে ছেঁড়া জিন্স পড়ে কলেজে আসা যাবেনা এটা অযৌক্তিক। এই ধরনের নিয়ম ব্যক্তিগত পছন্দের উপর হস্তক্ষেপ করা হয়ে যায়। বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে অনেকেই বলেন এই ধরনের পোশাক কলেজ ক্যাম্পাসে পরিবেশকে অপ্রীতিকর করে তোলে।

কলেজ কর্তৃপক্ষ বলছে, এমন পোশাক দরিদ্রদের ব্যঙ্গ করে। যাদের ছেঁড়া পোশাক রয়েছে তাদের কটাক্ষ করা হয়ে যায়। এজন্য তারা এমন বিজ্ঞপ্তি দিয়েছেন।