সব
সারাদেশঃ বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শেষ বর্ষের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান গোপালগঞ্জের মুকসুদপুর থানার দিস্তায় গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে উৎপল মণ্ডল। পেশায় তিনি একজন পান বিক্রেতা।
উৎপল এর সাথে ভুক্তভোগী শিক্ষার্থী মোবাইলে পরিচয় থেকে শুরু হয় প্রেমের সম্পর্ক। দুমাস আগে তারা দুজনে বিয়ে করে। প্রথমদিকে মেয়ের পরিবার এই ব্যাপারটি মেনে না নিলেও জামাই এসআই শুনে তারা সেটি মেনে নেয়। দুই মাস শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন উৎপল।
এই সময়ের মধ্যে প্রমোশনের কথা বলে শ্বশুরবাড়ি থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেন উৎপল। এক পর্যায়ে পুলিশের পরিচয় পত্র দেখতে চাইলে ধরা পড়ে উৎপল। এরপর শ্বশুরবাড়িতে গণধোলাইয়ের শিকার হয় উৎপল।
শুক্রবার বিকালে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎপলকে বালিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বালিয়াকান্দি থানার ওসি জানান, ভুক্তভোগির পরিবার উৎপলকে আটক করে থানায় সোপর্দ করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।