দেড় মিনিটের কি’লিং মিশন, টা’র্গেট ছিলেন টিপু

| আপডেট :  ২৬ মার্চ ২০২২, ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৬ মার্চ ২০২২, ১১:১০ পূর্বাহ্ণ

সারাদেশঃ মাত্র দেড় মিনিটের কিলিং মিশনের একমাত্র টার্গেট ছিলেন জাহিদুল ইসলাম টিপু। তিনি মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। কিলিং মিশনে অংশ নেওয়া দুজনের মধ্যে একজন ঘটনাস্থল থেকে সামান্য দূরে অপেক্ষা করছিল। মোট ১২ রাউন্ড গুলি করা হয় টিপুকে বহনকারী মাইক্রোবাসটিকে লক্ষ্য করে। সবগুলো গুলি টিপুর শরীরে লাগে। যার ফলে ঘটনাস্থলেই মারা যান টিপু।

এলোপাতাড়ি ছোড়া গুলির একটি লাগে টিপুর মাইক্রোবাস চালক মুন্নার হাতে। অপরদিকে রিকশায় অবস্থানকারী সামিয়া আফরান জামাল প্রীতি নিহত হন দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে খিলগাঁও রেল ক্রসিং এর সামনে এই ঘটনা ঘটে। মাইক্রো বাসে করে শাহজাহানপুরের বাসায় ফিরছিলেন টিপু। ড্রাইভার এর পাশের সিটে বসেছিলেন তিনি। মাইক্রোবাসের পেছনের সীটে টিপুর দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। খিলগাঁও রেল ক্রসিং এর সামনে যখন তাদের মাইক্রোবাসটি এসে থামে তখন ট্রেনের সিগন্যাল ছিল। তাদের মাইক্রোবাসটি যানজটে আটকা পড়ে। রাস্তার একপাশে ছিল ট্রাফিকের চাপ অন্যপাশ ছিল একদম ফাঁকা। হঠাৎ করেই ফাঁকা রাস্তায় উল্টো পথে লাল রঙের একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত আসে এবং একজন মোটরসাইকেল থেকে নেমে টিপুকে বহনকারী মাইক্রোবাসের সামনে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

ঢাকা মেডিকেলের মর্গে টিপু এবং প্রীতি সুরতহাল রিপোর্ট গতকাল দুপুরে সম্পন্ন হলেও এ বিষয়ে কোন কিছু প্রকাশ করেনি ফরেনসিক চিকিৎসক। দুপুর ২ টায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গতকাল সকালে নিহত টিপুর স্ত্রী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন শাহজাহানপুর থানায়। নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর।