‘আছাড় দিয়ে ভুঁড়ি বের করে ফেলব’, খাদ্য কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যান

| আপডেট :  ২৪ মার্চ ২০২২, ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২২, ১০:২৩ অপরাহ্ণ

বগুড়ার সোনাতলা উপজে’লা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের সঙ্গে খাদ্য কর্মকর্তার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে, স’রকারি ওই কর্মকর্তাকে হু’মকি এবং গালি দিতে শোনা গেছে লিটনকে।

স’রকারি কর্মকর্তার সঙ্গে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির এমন আচরণ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ধিক্কার জানিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

অডিওতে শোনা যায়, ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে উপজে’লা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলার সঙ্গে কথা বলছেন উপজে’লা চেয়ারম্যান লিটন। ডিলার নিয়োগ নিয়ে তাকে অসন্তোষ প্রকাশ করতেও শোনা যায়।

একপর্যায়ে চেয়ারম্যান লিটন খাদ্য কর্মকর্তাকে কোনো একটি জায়গায় ডাকেন, তখন গোলাম মওলা কাজের চা’পে যেতে অস্বীকৃতি জানান। এতে ক্ষু’ব্ধ হয়ে লিটন বলেন, ‘ওই মিয়া, এক্কি আচার (আছাড়) দিয়ে ভুঁড়ি বের করে ফেলব।’ তাকে গালিও দেন তিনি।

এ বি’ষয়ে সোনাতলা উপজে’লা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলা বলেন, ‘ঘটনাটি সত্য, তবে বিয়ষটি বেশ কিছুদিন আগের। আমি একজন ক্ষুদ্র কর্মকর্তা। তাই বি’ষয়টি নিয়ে কোথাও অ’ভিযোগ করিনি।’

অ’ভিযুক্ত উপজে’লা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে কথা বলা সম্ভব হয়নি।