সব
ঢাকার বংশাল থানার গেটে ছি’নতাইকারীর ছু’রিকাঘাতে এসআইসহ ৫ পুলিশ সদস্য আ’হত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে বংশাল থানার প্রবেশ গেটের সামনে ধরে আনা ছি’নতাইকারী ইমনের সুইচ গিয়ারের আ’ঘাতে তারা আ’হত হন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গু’লিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুই ছি’নতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফে’লে। পরে তাদের থানার গাড়িতে করে বংশাল থানার সামনে নিয়ে আসে।
থানার প্রবেশ গেটে গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ছি’নতাইকারী ইমন সুইচ গিয়ার বের করে পাঁচ পুলিশকে এলোপাতাড়ি আ’ঘাত করে। এতে এসআই হাসানসহ এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল আ’হত হন।
তিনি আরো জানান, এই পাঁচ পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গু’রুতর। তার পেটে ধা’রালো অ’স্ত্রের আ’ঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।