ফের বিয়ের পিড়িতে ভিকি-ক্যাটরিনা!

| আপডেট :  ২৪ মার্চ ২০২২, ১২:২২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২২, ১২:২২ অপরাহ্ণ

গত বছরের ৯ ডিসেম্বর রাজস্থানে পারিবারিক ভাবে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজকীয় ভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। খবরটি সকলেরই জানা। তবে হঠাৎ করেই ভিকি-ক্যাটের ভক্তদের চমকে দিয়েছে আরেকটি খবর।

আইনসম্মতভাবে তাদের সেই বিয়ে নাকি হয়নি! ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলার দাবি, রাজকীয় ভাবে আয়োজন করা সেই বিয়ের তিন মাস পরে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল গত সপ্তাহে আইনসম্মতভাবে আবারও বিয়ে করেছেন!

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ১৯ মার্চ ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল আদালতে গিয়ে বিয়ে সম্পন্ন করেন। এর আগে ওই দম্পতি রীতিনীতি মেনে বিয়ে করলেও বিয়ের নিবন্ধন করেননি।

বিয়ের আইনি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় ওই দিনটি তারা পরিবার নিয়ে উদযাপন করেন। তবে এই বিষয়টি নিয়ে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।