উচ্ছ্বসিত চিত্রনায়িকা নিপুন যা বললেন

| আপডেট :  ২৪ মার্চ ২০২২, ১০:১০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২২, ১০:১০ পূর্বাহ্ণ

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এ আজীবন সম্মাননা পেয়েছেন প্রবীন অভিনেত্রী আনোয়ারা বেগম। তার এই সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বসিত চিত্রনায়িকা নিপুন আক্তার।

গুণী অভিনেত্রী আনোয়ারা প্রসঙ্গে তিনি বলেন, ‘নৃত্যের তাল, লয়, ছন্দে- চলচ্চিত্রের প্রবাদপুরুষ আবদুল জব্বার খানের ‘নাচ ঘর’ (১৯৬২) মাতিয়ে নদীর মতো চলচ্চিত্রের নানান বাঁক পেরিয়ে মমতাময়ী মায়ের আসনে বসে চলচ্চিত্র নামক সংসারের চাবির গোছা নিজের আঁচলে বেঁধে নিয়েছেন। যার মুখের একটুখানি হাসি আমাকে পুলকিত করে। যার একটু মলিন বদন আমাকে অশ্রুসিক্ত করে। তিনি অভিনেত্রী আনোয়ারা।’

নিপুন যোগ করেন, ‘কৃতজ্ঞ জাতি, আজ আমাদের মাকে আজীবন সম্মাননা প্রদান করে আমাদেরকে কৃতার্থ করলো। এমন মায়েদের জন্যই চলচ্চিত্রের ঘোর অমানিশায় মহামতি বিদ্যা সাগরের মতো চরম দুর্যোগে চলচ্চিত্রের উত্তাল দামোদর নদী পাড়ি দিতে অনুপ্রাণিত হই। অভিনন্দন হে জননী আমার- আপনাকে জানাই অন্তর নিঃসৃত শ্রদ্ধা।’

শারীরিক অসুস্থতার কারণে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ এর মঞ্চে উপস্থিত হতে পারেননি আনোয়ারা। তার হয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রীর মেয়ে মুক্তি। এদিকে আনোয়ারাকে মঞ্চে দেখতে না পেয়ে কারণ জানতে চান প্রধানমন্ত্রী। অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে দুঃখপ্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আনোয়ারা আসতে পারেনি। আমি জানতাম না যে আনোয়ারা অসুস্থ। শুনে খুব দুঃখ পেলাম। তার রোগ মুক্তি কামনা করি।’ এ সময় আনোয়ারার যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।