গুরুতর অসুস্থ ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা

| আপডেট :  ২৪ মার্চ ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ণ

গুরুতর অসুস্থ ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। গেলো ১১ মার্চ রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিলো। টানা ১০ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরে কাউকে চিনতে পারছিলেন না তিনি। ধীরে ধীরে মেয়ে মুক্তিকে চিনতে পারলেও পরিবারের বাইরের কাউকে এখনো ঠিকমতো চিনতে পারছেন না গুণী এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে মুক্তি গণমাধ্যমকে বলেন, ‘স্ট্রোক করার পর আম্মা আমাকেই চিনতে পারেননি। এখন চিনছেন। কিন্তু আত্মীয়দের কেউ এসে নাম বললেও তাদের চিনতে পারছেন না। চোখে ঝাপসা দেখছেন, একটু হাঁটলে দুর্বল হয়ে পড়েন। সবাই আম্মার জন্য দোয়া করবেন।’

এদিকে বুধবার (২৩ মার্চ) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর। সেখানে আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদকে যুগ্মভাবে আজীবন সম্মাননা প্রদান করা হবে। তবে অসুস্থতার কারণে আনোয়ারা সশরীরে উপস্থিত হতে পারবেন না। মায়ের হয়ে সম্মাননা গ্রহণ করবেন মেয়ে মুক্তি।