সব
গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শিতা রয়েছে তার। এসব গুণ দিয়েই মূলত অল্প সময়ে তিনি জয় করে নিয়েছেম সকলের মন। আর অন্যান্য অভিনেত্রীদের মত সামাজিক যোগাযোগমাধ্যমও বেশ সরব এই অভিনেত্রী। বিশেষ করে প্রায়ই ফেসবুকের মাধ্যমে নিজের মনের অনুভূতি ভাগ করে নেন ভক্তদের সাথে।
আর সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন ফারিয়া, যা জন্ম দিয়েছে আলোচনার। মূলত আলোচনার কারণ ক্যাপশন। ছবির ক্যাপশনে লেখেন, আমি একজন মেয়ে, আমার চুল, চেহারা, ফোন অথবা বয়ফ্রেন্ড স্পর্শ করবে না।
ছবি দিয়ে এমন ক্যাপশন দেওয়ায় নুসরাত ফারিয়ার ভক্তরা নানা ধরণের মন্তব্য করছেন। বেশির ভাগ মন্তব্যই রসিকতার ছলে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ফারিয়া কলকাতায় নতুন একটি সিনেমার কাজ সম্পন্ন করে দেশে ফিরেছেন। চলচ্চিত্রটির নাম ‘রকস্টার’। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি বলে জানান ফারিয়া।