অপমানের বদলা নিতে এবার প্রযোজক সমিতির নির্বাচনে হিরো আলম!

| আপডেট :  ২১ মার্চ ২০২২, ০১:০১ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ মার্চ ২০২২, ০১:০১ অপরাহ্ণ

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। সেই কষ্টে সিনেমা ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন। অপমানের বদলা নিতে আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন হিরো আলম।

তিনি বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের সময় এফডিসিতে নিপুণ আপুর জন্য ভোট চাইতে গিয়েছিলাম। সে সময় কয়েকজন আমাকে অপমান করেছে। তখন খুব কষ্ট লেগেছে। কিন্তু আমার কাছের কয়েকজন তখন পরার্মশ দিয়েছিল, অপেক্ষা করো প্রতিবাদের সময় আসবে। সেই অপমানের ক্ষোভ আমার এখনো আছে, আর তাই এবার প্রযোজক সমিতির নির্বাচনে সদস্য পদে দাঁড়াবো।’

হিরো আলম যোগ করেন, ‘শুনেছি, এবারের নির্বাচনে দুটি প্যানেল হবে। এখনো আমি দুই প্যানেলের কারো সঙ্গে কথা বলিনি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। আমি বিশ্বাস করি, স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।’সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল মুখ বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আমি আসলে ভালো থাকতে পারব না। নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই।’

নির্বাচন প্রসঙ্গে আলাপকালে জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি উঠে আসে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন হিরো আলম। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর আগে দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি। আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। এখন অভিজ্ঞতা বেড়েছে। পরবর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’

সবশেষে হিরো আলম বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। মানুষের যত বাধাই আসুক না কেন, আপনাদের ভালোবাসার শক্তি আমার সঙ্গে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’

এদিকে অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করেছেন হিরো আলম। ক’দিন পর পরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন তিনি। যা কি না ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, আরবিসহ বিভিন্ন ভাষার গান উপহার দিয়েছেন তিনি। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে।