বন্ধুর স্ত্রীকে রং মাখাতে গিয়ে যুবকের মৃত্যু

| আপডেট :  ১৯ মার্চ ২০২২, ০২:২৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ মার্চ ২০২২, ০২:২৫ অপরাহ্ণ

সনাতন ধর্নাবলাম্বীদের মধ্যে হোলি অর্থই রং মাখানোর উৎসব। আর এই রং মাখাতে গিয়েই মৃত্যু ঘটেচে এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতে। মূলত বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়েই গোলমালের সূত্রপাত।

জানা গেছে, শুক্রবার দুপুরে (১৮ মার্চ) ভারতের কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, কলকাতার ১১৪ নম্বর ওয়ার্ডে এক নারীকে রং দেওয়াকে জেরা গণ্ডগোল শুরু হয়। সেই ঘটনা থামে মারামারিতে গিয়ে। শেষে গুলি চলে দিলীপ সিংহ নামে এক যুবককে এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাড়ার এক যুবক তার বন্ধুর স্ত্রীকে রং মাখাতে গিয়েছিলেন। কিন্তু বাধা দেন ওই বন্ধু। তার অভিযোগ, বন্ধু-সহ কয়েক জন যুবক মদ্যপান করে রং মাখাতে এসেছিলেন। তারা খারাপ মন্তব্য করেন। সেই কারণে তাদের বাধা দেওয়া হয়। তাতেই গণ্ডগোল বেধে যায়। সেই গণ্ডগোলে জড়িয়ে পড়েন স্থানীয় কয়েক জন। হঠাৎ গুলি করলে গুলিবিদ্ধ হন দিলীপ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।