স্বামী উভকামী, বন্ধুকে নিয়ে স্ত্রীর সঙ্গে করতেন ঘৃণিত কাজ

| আপডেট :  ১৮ মার্চ ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ মার্চ ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ

বিয়ের আগে সবকিছু স্বাভাবিক মনে হলেও স্বামী প্রকৃতপক্ষে ছিলেন উভকামী। বিয়ের আগে ভাই পরিচয় দিয়ে পুরুষ প্রেমিককে বাড়িতে রেখেছিলেন তিনি। আর অভিযোগ রয়েছে বিয়ের পর স্ত্রীকেও সেই পুরুষ প্রেমিকের সঙ্গে সহবাসের জন্য বাধ্য করতেন।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে। অভিযুক্ত ডায়মন্ড হারবার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজারতালুকের বাসিন্দা। ইতোমধ্যে সুবিচারের আশায় পুলিশের দ্বারস্থ নির্যাতিতা ওই মহিলা এবং গৃহবধূর অভিযোগের ভিত্তিতে স্বামীর প্রেমিককে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভঙ্কর জানা। তিনি স্থানীয় ধনবেড়িয়া এলাকার বাসিন্দা হলেও অভিযুক্ত শিক্ষক ধনঞ্জয়ের বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের ওই নির্যাতিতা মহিলার বাপের বাড়ি ফলতার দিঘিরপাড়ে। গত ৮ মাস আগে ধনঞ্জয় দাসের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। ধনঞ্জয় পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

অভিযোগসূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে স্বামীর প্রেমিক ও স্বামী এক সঙ্গে ওই গৃহবধূকে যৌন নির্যাতন করত। পাশবিক অত্যাচার থেকে বাঁচতে ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে আসেন। প্রথমে ভূষণা মহিলা সমিতির দ্বারস্থ হন। এরপরই বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানায় অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ।

এই ঘটনায় পুলিশ ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, বধূ নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। এ দিন মহিলার পাশে দাঁড়াতে থানায় হাজির হয়েছিলেন মহিলা সমিতির সম্পাদক রামিয়া সিপাই এবং ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন। অরুময় বলেন, ‘‘যে পাশবিক অত্যাচারের কথা নির্যাতিতা জানিয়েছেন তা নির্মম এবং অমানবিক। আমি চাই অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।’’