বিকিনি পরা ছবি চাইলেন ভক্ত, নায়িকাও দিলেন!

| আপডেট :  ১৮ মার্চ ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৮ মার্চ ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ

Uবলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী দিশা পাটানি। প্রায় নিয়মিতই এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিয়ে থাকেন। বলা হয়ে থাকে, পাটানিকে বিকিনি পরা অবস্থায় দেখেনি, এমন ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। কখনো তা কোনো সিনেমার দৃশ্য কখনো বা অবসর সময়ের ছবি। এইসব ছবি দিয়ে ভক্তদের কাছাকাছি থাকেন।

আর সম্প্রতি এই অভিনেত্রী ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’-এমন একটি স্টোরি দিয়েছিলেন। আর সেখানে এক ভক্ত তার সেরা বিকিনির ছবি শেয়ার করতে অনুরোধ করেন।

আর ভক্তের অনুরোধ রেখেছেন এই অভিনেত্রীও। বিকিনি পরা ছবিই দিলেন, তবে সেটা নিজের নয়। একটি সীলের ছবি! অর্থাৎ বিকিনি পরা একটি সীলের ছবি দিয়েছেন অভিনেত্রী। দিশার এমন ব্যতিক্রম কাণ্ডে হাসির রোল পড়ে গেছে ইন্টারনেটে।

প্রসঙ্গত, দিশাকে সর্বশেষ দেখা গেছে ‘রাধে’ সিনেমায়। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি অভিনয় করেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে।