বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যুবককে পে’টালেন মেয়র

| আপডেট :  ১৭ মার্চ ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৭ মার্চ ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম কবির মোল্লার হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। এছাড়াও মেয়রের সাথে থাকা কয়েকজন ছাত্রলীগ নেতা মারধরে অংশ নেয়।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যাত্রাবাড়ী মাঠে এমন ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম শুভসহ আরও কয়েকজন ছাত্রলীগের কর্মীরা এক যুবককে স্টেজে শার্টের কলার চেপে কিল-ঘুষি মারেন। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থান ত্যাগ করতে বাধ্য করেন।

মারধরের বিষয়ে অজ্ঞাত ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে গেলে সাংবাদিকদের সঙ্গেও অশালীন আচরণ করেন ছাত্রলীগের কর্মীরা। সাংবাদিকদের দেখে নেবে বলে হুমকিও দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, মারধরের শিকার ওই যুবক অনুষ্ঠানে খাবার চেয়েছিল একজনের কাছে। পরে সে পৌর মেয়র গোলাম কবির মোল্লার কাছে খাবারের কথা বলতে বলে। মেয়রকে এ কথা বললে মেয়রসহ কয়েকজন ওই যুবককে মারধর করেন।

এ বিষয়ে জানতে পৌর মেয়র গোলাম কবির মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি এমন কোনো ঘটনা সম্পর্কে জানেন না বলে ফোন রেখে দেন।