এক বলে ৩ উইকেট নেবো: ইমরান খান

| আপডেট :  ১৬ মার্চ ২০২২, ১০:২৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৬ মার্চ ২০২২, ১০:২৬ অপরাহ্ণ

বুধবার (১৬ মার্চ) বিরোধীদলীয় নেতাদের এক হাত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিরোধীদলগুলোর বিরুদ্ধে সরকার দলের এমপিদেরকে টাকার বিনিময়ে কেনার অভিযোগ করেন। ইমরান খান বলেন, বিরোধীনেতারা ইসলামাবাদের সিন্ধু হাউসে ব্যাগভর্তি টাকা নিয়ে ‘দর কষাকষির’ করছেন।

সোয়াতের সাইদু শরিফে এক রাজনৈতিক ভাষণে ইমরান দাবি করেন, বিরোধীরা টাকার বিনিময়ে সিন্ধুর লোকদের কেনার চেষ্টা করছেন। এ সময় আসন্ন অনাস্থা ভোট নিয়ে ইমরান খান জানান, তিনি এক বলেই তিন উইকেট তুলে নেবেন।

ভাষণে ইমরান খান আরও বলেন, ‘যদি ক্ষমতাসীন পিটিআই দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে পিপিপি, জেইউআই-এফ এবং পিএমএল-এন এর নেতাদের দূর্নীতির দায়ে জেলে যেতে হবে। এই ভয়ে তারা আমার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে। আমি এই তিন ইঁদুরকে শিকার করবো যারা আমাকে শিকার করতে চায়।’

এদিকে, দেশটির সরকারের কিছু মন্ত্রী জানিয়েছেন আগামী ২৮-৩০ মার্চ তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন। এক্সপ্রেস ট্রিবিউন, এনডিটিভি।