অবহেলায় প্রসূতির মৃত্যু, ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

| আপডেট :  ২২ ডিসেম্বর ২০২০, ০২:৩০ অপরাহ্ণ | প্রকাশিত :  ২২ ডিসেম্বর ২০২০, ০২:৩০ অপরাহ্ণ

গণস্বাস্থ্য নগর হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে প্রসূতির অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে।

নাসরিন আক্তার নামের ওই প্রসূতিকে তার পরিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়প এসেছিলেন কিন্তু সেখানেই তিনি মৃত্যুবরন করেন। প্রসূতির পরিবারের অভিযোগ হাসপাতালের অবহেলাতেই তার মৃত্যু হয়েছে। আর এর প্রেক্ষিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলা করেন প্রসূতির স্বামী এস এ আলম সবুজ।

মামলায় উল্লেখিত অন্যান্য আসামিরা হলেন- গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকার।

আদালতের পেশকার জহিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।