ভাইয়ের বিয়ে বাদ দিয়ে ইউক্রেনে গেলেন ভারতীয় পাইলট

| আপডেট :  ১৬ মার্চ ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৬ মার্চ ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ

সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া আটকে পড়ায় তাঁদের উদ্ধারকাজ শুর করেছিল ভারত সরকার। অপারেশন গঙ্গা নামে এই মিশনে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ রোমানিয়া এবং পোল্যান্ড থেকে ভারতীয়দের বিমানে দেশে ফিরিয়ে এনেছে ভারত আর এই মিশনেই সামনে এলো বাঙালি এক সাহসী বিমানচালকের কথা। নাম তার শিবানী

যখন তার বাড়িতে চলছে তার ভাইয়ের বিয়ের আয়োজন তখন তিনি ফোন পান উদ্ধার অভিযানটির বিষয়ে। আর ফোন পেয়েই শামিল হন ‘অপারেশন গঙ্গা’য়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে এর আগে পাঁচ বার সে দেশে গিয়েছে উদ্ধারকারী দল। তবে শিবানীর জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম! ভারতীয় গণমাধ্যমে শিবানী বলেন, ‘উদ্ধারকাজে যাওয়ার জন্য রাতে বাড়ি ছাড়ার আগে আমাকে হঠাৎই জড়িয়ে ধরল মা। সাধারণত এমনটা করে না।

তবে সে সময় মা একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল।’ উদ্ধারকাজে আগেও গিয়েছেন শিবানী। কোভিডকালে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়েছেন। তবে যুদ্ধের ময়দানে গিয়ে উদ্ধার করার সুযোগ আগে কখনও আসেনি।

শিবানীর কথায়, ‘যুদ্ধের খবর শুনে মা খুব ভয় পেয়ে গিয়েছিল। বাবা আর ভাইয়ের উদ্বেগও বাড়ছিল। ওখানে (ইউক্রেনে) পৌঁছনো মাত্র আমাকে ফোন করেছিল ওরা।’ ২৪ ফেব্রুয়ারি ভোরে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন বহু নাগরিক এবং বিদেশি বাসিন্দা। তাদের মধ্যে ছিলেন ভারতীয় শিক্ষার্থীরাও। ২৮ ফেব্রুয়ারি কোনো রকমে ইউক্রেনের সীমান্ত পৌঁছেছিলেন তারা। তার পর সীমান্ত পার করে রোমানিয়া এবং হাঙ্গেরিতে আশ্রয় নেন।

উদ্ধারকারী দলের হয়ে ইউক্রেন থেকে শিবানীরা পৌঁছন রোমানিয়ার বুদাপেস্ট। সে অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। এয়ার ইন্ডিয়ার ককপিটে বসা শিবানীর ছবি দেখে তাকে বাহবা দিচ্ছেন নেটমাধ্যমে অনেকে। শিক্ষার্থীদের নিয়ে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন শিবানী। তিনি বলেন, ‘বুদাপেস্টে উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় শিক্ষার্থীরা। আমাদের দেখে তাদের সকলের ভয়ার্ত মুখে হাসি ফুটে উঠেছিল। শিক্ষার্থীদের সঙ্গে আলাপের পর বুঝলাম, সকলেই ভয়ে সিঁটিয়ে রয়েছেন।’

শিবানী বলে চলেন, ‘কথাবার্তা বলে তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিলাম। আশ্বস্ত করেছিলাম, সকলকেই নিরাপদে দেশে ফেরাবে!’প্রতিশ্রুতি রেখেছিলেন শিবানী। সে দিন বুদাপেস্ট থেকে ২৪৯ জন ভারতীয় শিক্ষার্থীদের দিল্লিতে নিয়ে এসেছিলেন তিনি।