পেঁয়াজের কেজি ২০ টাকা, স্বস্তি ক্রেতাদের

| আপডেট :  ১৪ মার্চ ২০২২, ০৯:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ মার্চ ২০২২, ০৯:৫৭ অপরাহ্ণ

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ টাকা। ভারতীয় পেঁয়াজ ৩২ টাকার স্থলে ২০ কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানির কারণে দাম কমেছে। তবে পেঁয়াজের দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। পাইকারি ব্যবসায়ীরা ১৮ টাকা কেজি দরে কিনে তা বিক্রি করছেন ২০ টাকা দরে। আবার খুচরা সবজি ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করছেন ২২ থেকে ২৪ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষেরা।

হিলি বাজারে সবজি কিনতে আসা বাতেন মিয়া বলেন, সামনে রমজান পেঁয়াজের দাম এমন থাকলে আমাদের অনেক উপকার হবে।সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। আজ আমরা ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি করছি। বেচা-বিক্রিও অনেক ভাল হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, এক সপ্তাহ ধরে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। যার কারণে দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম কমে গেছে। আমরা পেঁয়াজ আমদানি কারকদের থেকে ১৮ টাকা কেজি দরে কিনে তা ২০ টাকা দরে পাইকারি দিচ্ছি।