টিউবওয়েলের পানিতে দাউ দাউ করে জ্বলছে আগুন (ভিডিও)

| আপডেট :  ১৪ মার্চ ২০২২, ০৭:০০ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ মার্চ ২০২২, ০৭:০০ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি টিউবওয়েল থেকে পানির সঙ্গে অনবরত বের হচ্ছে গ্যাস। গত দুদিন ধরে দাউ দাউ করে জ্বলছে আগুন।রোববার (১৩ মার্চ) বিকেল থেকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামে এ ঘটনা ঘটে।

চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে গৃহস্থালি কাজের জন্য এ টিউবওয়েল বসানো হয়। তবে দীর্ঘদিন এ টিউবওয়েল ব্যবহার হয়নি। রোববার বিকেল থেকে ওই টিউবওয়েল থেকে অনবরত পানি বের হতে দেখা যায়। উৎসুক লোকজন আগুন দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে পানি-গ্যাস বের হওয়ার বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা পর মূল বিষয় সম্পর্কে জানা যাবে।

এর আগে কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামে গ্যাসকূপের সন্ধান পায় বাপেক্স। শাহজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি ২০১৩ সালের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। ২০১২ সালের ১৭ মার্চ এ গ্যাস ক্ষেত্রের উৎপাদন শুরু হয়। এখান থেকে দৈনিক গড়ে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে।