সব
নোয়াখালী সদর উপজে’লায় গো’পনে ধারণ করা ভিডিও প্রকাশের ভ’য় দেখিয়ে এক কলেজছাত্রীকে (১৮) দুই বছর ধরে ধ”ণের ঘটনায় এক যুবককে গ্রে’প্তার করেছে র্যা’ব।রোববার (১৩ মার্চ) রাতে র্যা’ব-১১ সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি
কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে বেগমগঞ্জ উপজে’লার রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অ’ভিযান চা’লিয়ে তাকে গ্রে’প্তার করা হয়।
গ্রে’প্তারকৃত ব্যক্তি সদর উপজে’লার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সরদার বাড়ির মোহাম্ম’দ হোরন মিয়ার ছেলে মো. জুয়েল (২২)। তিনি বেগমগঞ্জ উপজে’লার রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় অবস্থিত আপন আর্থসামাজিক উন্নয়ন সংস্থায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যা’ব-১১ জানান, ভু’ক্তভোগী কলেজছাত্রী ও জুয়েলের ছোট বোন একই ক্লাসে পড়াশোনা করে। এই সুবাধে জুয়েলের বোন ভু’ক্তভোগীর বাড়িতে মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন। বোনের মাধ্যমে ভু’ক্তভোগীর সঙ্গে জুয়েলের পরিচয় হয়।
একপর্যায়ে ভু’ক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে অ’শ্লীল ভিডিও ধারণ করে জুয়েল। এরপর ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হু’মকি দেয়। এরই মধ্যে আত্মহ’’ত্যার চেষ্টা করে ভু’ক্তভোগী। পরে বি’ষয়টি র্যা’বকে জানান কলেজছাত্রীর পরিবার।
এদিকে জুয়েল গ্রে’প্তার এড়াতে কর্মস্থলের ঠিকানা গো’পন রেখে বিভিন্ন স্থানে পা’লিয়ে ছিল। তার অবস্থান নিশ্চিত হয়ে অ’ভিযান চা’লিয়ে গ্রে’প্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল, মোবাইলে সুরক্ষিত কিছু অ’শ্লীল ভিডিও উ’দ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন বলেন, গ্রে’প্তারকৃত জুয়েলের বি’রুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মা’মলা করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।