সব
রুশ প্রে’সিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যু’দ্ধ বন্ধের অনুরোধ জানালো তারই এক বিমান বাহিনীর পাইলট। শনিবার আকাশ থেকে তার বিমান ভূ’পাতিত করে ইউক্রেনের সে’নারা। তবে এতে প্রানে বেঁচে যান লে’ফটেন্যা’ন্ট কর্নেল ম্যাক্সিম ক্রিশটপ। এরপরই এক ভিডিও বার্তায় তিনি পুতিনের প্রতি যু’দ্ধ বন্ধের আহবান জানালেন। যদিও তিনি বর্তমানে ইউক্রেনের বাহিনীর হাতে ব’ন্দী রয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের চা’পেই এই ভিডিও বার্তা দিয়েছেন ম্যাক্সিম।
বৃটিশ গণমাধ্যম মিররের খবরে জানানো হয়েছে, বোম্বার বিমান নিয়ে ইউক্রেনে আ’ক্রমণ করতে এসেছিলেন ওই রুশ পাইলট। শনিবার তার বিমান ধ্বং’স করে তাকে ব’ন্দী করে ইউক্রেনের সে’নারা। এরপরই একটি ‘অ’পমানজনক’ ভিডিও করতে তাকে বা’ধ্য করা হয়।
ভিডিওতে দেখা গেছে তিনি প্রে’সিডেন্ট পুতিনকে যু’দ্ধ বন্ধের আহবান জানাচ্ছেন এবং ইউক্রেনের কাছে ক্ষমা চাইছেন। তিনি পুতিনের উদ্দেশ্যে বলেন, রাশিয়া এরইমধ্যে যু’দ্ধে হেরে গেছে। তাছাড়া ইউক্রেনে আ’ক্রমণ করে ম্যাক্সিম ‘বড় অ’পরাধ’ করেছেন বলেও স্বীকার করেন।
তিনি আরও বলেন, কিয়েভে রাশিয়ার আগ্রাসন অর্থহীন। এই আগ্রাসনের কারণে উভ’য় পাশের বহু মানুষের জীবন কেড়ে নেবে, প্রচুর ধ্বং’স ডেকে আনবে। এরপরই তিনি রুশ সে’নাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই স’ন্ত্রাসী নির্দেশ অনুসরণ করা বন্ধ করুন, যু’দ্ধ বন্ধ করুন। বেসা’মরিক মানুষদের হ’’ত্যা বন্ধ করুন। এরইমধ্যে আপনারা যু’দ্ধে হেরে গেছেন।