সব
ঝিনাইদহের পৌর এলাকার খাজুরা গ্রামে এক যুবলীগ নেতাকে কু’পিয়ে ও গ’লা কে’টে খু’ন করেছে প্রতিপক্ষরা।রোববার (১৩ মার্চ) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্ম’দ সোহের রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নি’হত ব্যক্তি হলেন, ওই গ্রামের সালামত মন্ডলের ছেলে আবন হোসেন (৪২)। তিনি ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
নি’হতের ভাই হাসিবুল ইসলাম জানান, আজ রোববার দুপুরে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বটতলার মঙ্গলের মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে কু’পিয়ে আ’হত করে। পরে তাকে সেখান থেকে উ’দ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্ম’দ সোহের রানা বলেন, কিছুদিন আগে খাজুরা গ্রামে ফারুক হোসেন নামে একজন খু’ন হন। আবন ওই হ’’ত্যা মা’মলার প্রধান আ’সামি। ওই ঘটনার জের ধরেই এ হ’’ত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
তিনি আরও বলেন, মৃ’তদেহ উ’দ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জ’ড়িতদের গ্রে’প্তারে পুলিশের অ’ভিযান চলছে।