এনজিও কর্মী সেজে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

| আপডেট :  ১৩ মার্চ ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৩ মার্চ ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি ও অ’স্ত্র মা’মলার সাজাপ্রাপ্ত প’লাতক আ’সামিকে ছদ্মবেশে গ্রে’ফতার করেছে পুলিশ।শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এনজিও কর্মী সেজে দুটি মা’মলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত প’লাতক আ’সামি হাবিবুর রহমান গেদাকে গ্রে’ফতার করা হয়।

গ্রে’ফতারকৃত প’লাতক আ’সামি হাবিবুর রহমান গেদা উপজে’লার বটেরতল গ্রামের রইছ আলীর ছেলে। তিনি পৃথক দুটি ডাকাতি ও অ’স্ত্র মা’মলার ২০ বছরের সাজাপ্রাপ্ত আ’সামি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, গো’পন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজে’লার বটেরতল হাওর এলাকা থেকে হাবিবুর রহমান গেদাকে গ্রে’ফতার করে। গ্রে’ফতার এড়াতে হাবিবুর রহমান গেদা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগো’পনে ছিলেন তিনি।

অবশেষে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সদস্যরা ছদ্মবেশে এনজিওকর্মী সেজে শনিবার তাকে গ্রে’ফতার করতে সক্ষম হয়। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। রোববার তাকে আ’দালতের মাধ্যমে জে’লহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।