মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৫:০৮ পূর্বাহ্ন
বরিশালে জমি নিয়ে বি’রোধের জে’রে মোটরসাইকেলের চা’বি দিয়ে খুঁ’চিয়ে সোহাগ খান নামে এক যু’বকের দুই চো’খ ন’ষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় মা’মলা করায় যু’বকের প’রিবারকে দেওয়া হচ্ছে হু’মকি। দো’ষীদের গ্রে’ফতার ও দৃষ্’টান্তমূলক বি’চার দা’বি করেছে প’রিবারের সদস্যরা। এদিকে পুলিশ বলছে, গ্রে’ফতার করা হয়েছে দুইজনকে। নেওয়া হবে যথাযথ আ’ইনগত ব্’যবস্থা। সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সোহাগ ও তার পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছে।
তারা আরও জানান, নগরীর হাটখোলা কসাইখানা এলাকায় গত ৪ ডিসেম্বর একটি হোটেলে সকালের নাস্তা খাবার সময় সোহাগের ও’পর হা’মলা চা’লানো হয়। জন সম্মুখে সোহাগকে চারজনে চে’পে ধ’রে। এরমধ্যে একজন মোটরসাইকেলের চাবি দিয়ে খুঁ’চিয়ে দুই চো’খ ন’ষ্ট করে দেয়। গু’রুতর অ’বস্থায় প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চি’কিৎসকরা ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে পাঠান। আ’ঘাতের কারণে সোহাগ দৃ’ষ্টিশক্তি হা’রিয়ে ফে’লেছে।
এ ঘটনায় চারজনকে আ’সামি করে কোতোয়ালি থানায় মা’মলা করেন সোহাগের ভাই মাসুম খান। আ’সামিদের মধ্যে দুইজনকে পু’লিশ গ্রে’ফতার করলেও তারা জা’মিনে মু’ক্তি পেয়ে হু’মকি-ধ’মকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
নগরীর হাটখোলা হকার্স মার্কেট এলাকায় স’রকারিভাবে বরাদ্দকৃত ৩ শতাংশ খাস জমি নিয়ে ওই এলাকার মোবারক সিকদার ও তার চার ছেলের সাথে সোহাগ ও তার প’রিবারের বি’রোধ চলছিল। এরই জে’র ধ’রে সোহাগের ও’পর হা’মলা করে চো’খ ন’ষ্ট করে দেওয়ার অ’ভিযোগ করা হয়।
এ ব্যাপারে মে’ট্রোপলিটন পু’লিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনায় ৪ ডিসেম্বর থানায় একটি মা’মলা দায়ের হয়। দু’জনকে পুলিশ গ্রে’ফতার করেছে। বাকী দুজনকে গ্রে’ফতারের চে’ষ্টা চলছে। এ বি’ষয়ে যথাযথ আ’ইনগত ব্য’বস্থা নেওয়া হবে।