মৃত্যুর আগে শেষ ইচ্ছে বিয়ে করা!

| আপডেট :  ২০ ডিসেম্বর ২০২০, ০২:০৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ ডিসেম্বর ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ণ

টুইটার কিলার খ্যাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩০ বছর বয়সী জাপানের তাকাহিরো শিরাইশিকে মৃত্যুর আগে শেষ ইচ্ছে হিসেবে বিয়ে করতে চেয়েছেন। এর আগে ৯ জনকে হত্যার অভিযোগে গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় জাপানের আদালত।

জানা গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে শেষ ইচ্ছে জানতে চাইলে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন এই টুইটার কিলার। এই ইচ্ছের কারণ হিসেবে তিনি বলেন, তাকে কেউ দেখতে আসে নি। কিন্তু তিনি চান মৃত্যুর পর তাকে কেউ দেখতে আসুক। আর এ কারণে এক সাধারণ মেয়েকে বিয়ে করতে চান তিনি।

এদিকে, এই টুইটার কিলারের আইনজীবীরা জানিয়েছেন, তারা তাঁর শাস্তি কমানোর ব্যাপারে সুপারিশ করেছেন। যদিও ধারণা করা হচ্ছে এই টুইটার কিলারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চ মাসে অভিযুক্ত টাকাহিরো শিরাই একটি টুইটার অ্যাকাউন্ট খোলেন। এরপর তিনি বিভিন্ন কারণে আত্মহত্যার কথা ভাবছেন এমন নারীদেরকে টার্গেট করতেন। ১৫ থেকে ২৬ বছর বয়সী তরুণীরা তার ফাঁদের শিকার হন। আর এসকল তরুণীদের হত্যার পর অঙ্গ-প্রতঙ্গ যামা শহরে তার নিজের বাসায় সংরক্ষণ করতেন শিরাই।