ভাষ্কর্য ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাচ্চু নামে আরও একজন পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস (৩৫), সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদ (২০)।

কুমারখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস ভাষ্কর্য ভাঙচুরের ঘটনার মূল পরিকল্পনাকারী। মূলত ওই যুবলীগ নেতার সাথে কয়া মহাবিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, বাঘা যতীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনর রশিদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শুক্রবার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রাম অবস্থিত কয়া মহাবিদ্যালয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।