‘আমি পরাজিত হলে তারেক রহমানেরই জয় হবে’

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ

বিএনপি থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমি অনেক দিন থেকেই জানি তারেক রহমানের সঙ্গে আমার চিন্তা-চেতনা বিপরীতমুখী। তিনি কখনোই আমার মত করে ভাবেন না। তাই আমি পরাজিত হলে দারুণভাবে আমিই খুশি হব। কারণ তাতে তারেক রহমানেরই জয় হবে।’

বিএনপি থেকে বহিষ্কারের পর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটায় নিজ বাড়িতে অবস্থান করা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে আজ রোববার সন্ধ্যার পর তিনি এনটিভি অনলাইনকে এসব কথা বলেন।

আখতারুজ্জামান রঞ্জন আরও বলেন, ‘আমি এখন আমার মত করে ভাবতে, লিখতে ও বলতে পারব। তবে, বহিষ্কারের সংবাদ শুনে ভালোই লেগেছে এ কারণে যে, বিএনপিতে আমার গুরুত্ব ছিল। সেই সঙ্গে অবশ্য খুব কষ্টও পেয়েছি।’

আখতারুজ্জামান বলেন, ‘দল ক্ষমতায় থাকতেও আমাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমি দল এবং দলীয় আদর্শচ্যুত হইনি। আমি বিএনপিতে ছিলাম, আছি ও থাকব। আমি দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সঙ্গে তারেক রহমানের সফলতা কামনা করি।’

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে রোববার দুপুরে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী