জেল-কেসের ভয় দেখিয়ে লাভ নেই: ফয়জুল করীম

| আপডেট :  ১৬ ডিসেম্বর ২০২০, ০২:৩৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৬ ডিসেম্বর ২০২০, ০২:৩৮ অপরাহ্ণ

বরিশাল মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জেল ও কেসের ভয় দেখিয়ে লাভ নেই। তারা যদি অন্যায় করে থাকেন তাহলে তাদের জেলে দিলেও আপত্তি নাই। কিন্তু অন্যায় না করেও জেলে ঢোকানো হলে দেশের জনগণ তা মানবে না।

বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তিনি।

বরিশাল জেলার সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে এ সভায় ফয়জুল করীম ছাড়াও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মহানগর সেক্রেটারি জাকারিয়া হামিদী প্রমুখ।

সমাবেশে ফয়জুল করীম সরকারের উদ্দেশ্যে বলেন, সরকার ভাবছে জেলের তকমা এবং কেসের তকমা দেখালেই তারা ইঁদুরের মতো পালিয়ে যাব। কিন্তু তাটা ভয়ে পালাবেন না।

এসময় তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে পরামর্শ দিয়ে বলেন, চীনের দিকে ঝুঁকে পড়ার কারণে আজকে মোদি সরকার সহ্য করতে পারছে না। এছাড়া, বঙ্গবন্ধু-গান্ধীর কথা অমান্য করায় ১৫ আগস্ট হয়েছিল বলেও দাবি করেন তিনি।