গুগলের ভুলে যুবকের মৃত্যু

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২০, ০১:৪৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২০, ০১:৪৫ অপরাহ্ণ

পথ ভুল করলে আমরা সাধারণত গুগলের সাহায্য নেই। কিন্তু এই সাহায্য নিয়েই প্রাণ হারিয়েছেন এক যুবক।

ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। রাশিয়ায় বর্তমানে তুষারপাত চলছে। ফলে অনেক রাস্তাই বন্ধ। আর এরকম একটি রাস্তাতেই আটকা পড়েছিলেন দুই যুবক। মূলত গুগলের সাহায্য নিয়ে তারা ওই রাস্তায় পৌঁছেছিলেন।

কিন্তু তারা এমন জায়গায় পোঁছে যান যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। ১৮ বছরের দুই তরুণ যেখানে পোঁছেছেন সেখান থেকে গাড়ি ঘুড়িয়ে ফেরত আসতে পারেনি।

সংবাদমাধ্যম সূত্রে জাোনাো যায়, রাশিয়ায় এখন বরফ পড়ছে। যার জেরে বন্ধ রয়েছে বহু রাস্তাঘাট। ওই দুই যুবক ও তেমন এক রাস্তায় আটকা পড়েছিলেন। বরফের কারণে বের হতে পারেন নি গাড়ির ভেতর থেকে। বাইরে তখন তাপমাত্রা ছিলো মাইনাস ৫০ ডিগ্রি। গাড়ির হিটারও বন্ধ হয়ে যায় এক সময়ে। গাড়ির ভিতরে বসে বসে ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়ে প্রাণ হারায় এক তরুণ। অন্যজনকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, রাশিয়ায় এর আগেও গুগলের ভুল নির্দেশনায় গাড়ি খাদে পড়ে দূর্ঘটনা ঘটেছিলো