সচিবদের পিয়নরাও এমপিদের দাম দেন না : নাজিম উদ্দীন

| আপডেট :  ১৭ জানুয়ারি ২০২২, ০৭:১৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৭ জানুয়ারি ২০২২, ০৭:১৩ অপরাহ্ণ

স’চিবদের পিয়নরাও সং’সদ সদস্যদের দাম দেন না বলে অ’ভিযোগ করেছেন ময়মনসিংহ-৩ আসনের সং’সদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ।সোমবার একাদশ জাতীয় সং’সদের ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ও’পর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অ’ভিযোগ করেন।

নাজিম উদ্দীন আহমেদ অ’ভিযোগ করে বলেন, এমপি হিসেবে একজন স’চিবের কাছে গেলে কোনো মূল্যায়ন নেই। আমাদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। পিয়ন পর্যন্ত আজকে আমাদের দাম দেয় না। আমরা আমলাদের হাতে জি’ম্মি হয়ে গেছি। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

ময়মনসিংহ-৩ আসনের এ সং’সদ সদস্য বলেন, এলাকার স্কুল-কলেজ ও রাস্তাঘাটের উন্নয়ন কাজ স্থবির হয়ে গেছে। উপজে’লা পরিষদ নির্মাণ কাজের ডিজাইন দেওয়া হলেও সেই কাজ হয়নি। সমস্ত কাজগুলো একের পর এক বন্ধের পথে রয়েছে। ময়মনসিংহে তার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের প্রকল্প গ্রহণ করা হলেও তাতে গতি নেই এমন অ’ভিযোগ করেন এই সং’সদ সদস্য।

তিনি বলেন, মডেল মসজিদ নির্মাণের জন্য তিন বছর আগে জায়গা নির্ধারণ করা হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার পরও এর নির্মাণ কাজ হচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এখানে পিডি এক কথা বলেন, ডিসি আরেক কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আরেক কথা বলেন। জমিসহ সমস্ত ব্যবস্থা থকলেও কেন যে কাজ শুরু হচ্ছে না তা আমরা জানি না। এই প্রকল্পের পিডি সাহেবের মনে হয় স্বচ্ছতার অভাব রয়েছে। তার ভেতরে একটা দুর্বলতা রয়েছে।

নাজিম উদ্দিন বলেন, সত্য কথা বলতে আমরা যদি সং’সদে কথা বলি তাহলে বি’ষয়টি বি’রোধী দলের ফ্লোরের মত হয়ে যায়। আমলাতান্ত্রিক জটিলতায় কিন্তু আমরা ভুগছি। আমলারা যেভাবে কথা বলেন, একজন সং’সদ সদস্যের মূল্য নেই তাদের কাছে।

সং’সদ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সং’সদ সদস্য হয়েছেন বলেই তাদের কাছে শুধু স্যার ডাকটা শুনতে পান। আমরা আমলাতন্ত্রের হাতে জি’ম্মি হয়ে গেছি। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সং’সদ সদস্যদের বলবো দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা শক্ত হন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।

ইউটিউবে অ’পপ্রচার ও মি’থ্যা গুজব ছড়ান হচ্ছে অ’ভিযোগ তুলে স’রকার দলীয় এ সং’সদ সদস্য ইউটিউব বন্ধ করে দেওয়ার দাবি করেন।