সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌ’রসভার মে’য়র এমরান উদ্দিন ও তার স’হযোগীদের বি’রুদ্ধে মা’মলা তু’লে নিতে এক বৃ’দ্ধ ও তার প’রিবারের স’দস্যদের মা’রধ’রের অ’ভিযোগ উঠেছে।শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কসবা উপজে’লার তিনলাখপীর এলাকায় এ ঘ’টনা ঘটে।
তাদের মা’রধরে অন্তত পাঁচজন আ’হত হয়েছেন। এরা হলেন-বৃ’দ্ধ বাছির মিয়া (৬০), তার স্ত্রী জাহা’নারা বেগম (৪৮), ছোট ভাই বাচ্চু মিয়া (৫০), বোন আছিয়া বেগম (৭০) ও মেয়ে জোসনা বেগম (৩০)। তাদের জে’লা ‘সদর হাসপাতালে চি’কিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে বাছির মিয়া ও তার স্ত্রী’কে হা’সপাতালে ভ’র্তি করা হয়েছে।
আ’হত বাছির মিয়া বলেন, ‘আমার মালিকানাধীন ও স’রকারিভাবে লিজ নেয়া জায়গা থেকে অ’বৈধভাবে বালু উত্তোলন করে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পে সরবরাহ করেন মে’য়র এমরান উদ্দিন জুয়েল ও কসবা উপজে’লা যুবদল নেতা শরীফুল হক। এ ঘটনায় গত বছরের অক্টোবর মাসে জে’লা প্রশাসকের কাছে অ’ভিযোগ দেয়া হয়। অ’ভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করে চারটি ড্রেজার মেশিন জ’ব্দ ও এক লাখ টাকা জ’রিমানা করে কসবা উপজে’লা প্রশাসন।’
তিনি আরও বলেন, ‘বালু উত্তোলনের ঘটনায় আমাদের তিন কোটি টাকা ক্ষ’তি হয়েছে। আমরা ক্ষ’তিপূরণের দা’বি করলে তা দিতে অ’স্বীকৃতি জানান মে’য়র ও যুবদল নেতা। পরে গত বছরের নভেম্বরে মে’য়র জুয়েল ও যুবদল নেতা শরীফুলসহ ছয়জনের বি’রুদ্ধে তিন কোটি টাকার ক্ষ’তিপূরণ মা’মলা করি আ’দালতে।’
বাছির মিয়ার ভাই বাচ্চু মিয়া বলেন, ‘মা’মলার পরবর্তী হাজিরার তারিখ ৪ জানুয়ারি। এর মধ্যে পৌ’রসভার নির্বাচন ঘনিয়ে আসায় মা’মলা নিয়ে দলীয় মনোনয়ন পেতে বে’কায়দায় পড়েছেন মেয়র জুয়েল। শনিবার দুপুরে জুয়েল তার স’হযোগীদের নিয়ে তিনলাখপীর এসে মা’মলা তুলে নিতে চা’প প্রয়োগ করেন। কিন্তু মা’মলাটি তুলতে অ’পারগতা প্রকাশ করলে বাছিরকে মা’রধর শুরু করেন জুয়েল ও তার স’হযোগীরা। এ সময় প’রিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মা’রধ’র করা হয়।’
মা’রধরের বি’ষয়টি অ’স্বীকার করেন কসবা পৌ’রসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল। তিনি বলেন, ‘মা’রধ’রের অ’ভিযোগ ভি’ত্তিহীন ও বানোয়াট। আমি এ বি’ষয়ে কিছুই জানি না।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বি’ষয়ে কেউ লিখিত অ’ভিযোগ দিলে ত’দন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’