এ জয় তৈমূর আলমের মেয়ের জয় : আইভী

| আপডেট :  ১৬ জানুয়ারি ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৬ জানুয়ারি ২০২২, ০৪:৪১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বেস’রকারিভাবে পাওয়া ফলাফলে নিকটতম প্রতিদ্ব’ন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রায় ৬৯ হাজার ভোটে হা’রিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচনের ফলাফল নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইভী সাংবাদিকদের বলেন, ‘এ জয়ে আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ জয় প্রতিদ্ব’ন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের মেয়ের জয়।’রোববার (১৬ জানুয়ারি) নগরীর দেওভোগের নিজ বাড়িতে এসব কথা বলেন তিনি।

সেলিনা হায়াৎ আইভী নির্বাচনে জয়লাভের পর চাচার (তৈমূর) সঙ্গে দেখা করতে যাবেন। তার পরামর্শ অনুযায়ী সিটি করপোরেশনের বেশকিছু কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান।

সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। অপরদিকে, তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। তাদের ব্যবধান ৬৯ হাজার ১০২ ভোট।এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।