চেয়ারম্যান পদে দুই আপন ভাইয়ের লড়াই

| আপডেট :  ১৫ জানুয়ারি ২০২২, ০২:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৫ জানুয়ারি ২০২২, ০২:৪৩ অপরাহ্ণ

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজে’লার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন জমে উঠেছে। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও এই ইউনিয়নে বিএনপি নেতা আপন দুই ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের যু’দ্ধে মাঠে নেমেছেন। উপজে’লার ৭টি ইউনিয়নে নির্বাচনে অনুষ্ঠিত হলেও বড়দল উত্তর ইউনিয়নে চেয়্যারম্যান পদে আপন দুই ভাইয়ের প্রতিদ্ব’ন্দ্বিতায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী আপন দুই ভাই হলেন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান উপজে’লা বিএনপির সহসভাপতি আবুল কাশেম ও তার আপন ছোট ভাই বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। তাদের বাড়ি ইউনিয়নের বারহাল গ্রামে।

বিএনপি নেতা আপন দুই ভাইয়ের প্রতিদ্ব’ন্দ্বিতার বি’ষয়টি ইউনিয়নের গন্ডি পেরিয়ে পুরো উপজে’লা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুই ভাই শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।

বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন আরটিভি নিউজকে বলেন, আমি এলাকার সাধারণ জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইউনিয়নের সাধারণ ভোটারগণ আমার সঙ্গে আছেন। আমার মাঠের অবস্থা ভাল। সকলের দোয়া ও ভালবাসায় আমি শেষ পর্যন্ত নির্বাচন করব।

রুহুল আমিনের বড় ভাই বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান উপজে’লা বিএনপির সহসভাপতি আবুল কাশেম বলেন, নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারেন। কিন্তু সাধারণ ভোটারগণ যাকে যোগ্য বা উপযুক্ত মনে করবেন তাকেই বিবেচনা করবেন ও ভোট দিবেন। আমার ছোট ভাই নির্বাচনে অংশগ্রহণ করলেও আমার নির্বাচনে কোন ধরনের প্রভাব পড়বে না। ইউনিয়নবাসী আমাকে দুই বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আশাবা’দী এবারও আমাকে নির্বাচিত করবেন।

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজে’লা কৃষি অফিসার হাসান উদ দৌলা আরটিভি নিউজকে বলেন, বড়দল উত্তর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আপন দুই ভাই আছেন বলে জানতে পেরেছি। আগামী ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৯ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বতর্মান চেয়ারম্যান উপজে’লা বিএনপিরসহ সভাপতি আবুল কাশেম, তার আপন ছোট ভাই ইউনিয়ন

বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া, এ কে নুর মিয়া, মলু হোসেন, শাহাব উদ্দিন, হোসেন আলী ও সিরাজ মিয়া।মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২২ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৭ ফেব্রুয়ারি।