যারা ভোটার দমনের পক্ষে, ইতিহাস কখনো তাদের প্রতি সদয় হয়নি: বাইডেন

| আপডেট :  ১২ জানুয়ারি ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ জানুয়ারি ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ণ

ভোটের অধিকারের বদলে যারা ভোটার দ’মনের পক্ষে ছিলেন ইতিহাস কখনো তাদের প্রতি সদয় হয়নি। এছাড়াও যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের গ’লায় যে ছু’রি চে’পে রয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি সেটা স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রে’সিডেন্ট জো বাইডেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ ‘প্রে’সিডেন্ট জো বাইডেন’ থেকে মঙ্গলবার এক পোস্টে তিনি লিখেছেনঃ

“ভোটের অধিকারের বদলে যারা ভোটার দ’মনের পক্ষে ছিলেন ইতিহাস কখনো তাদের প্রতি সদয় হয়নি। যারা ভোটের অধিকার রক্ষা করতে ব্যর্থ হবে তাদের প্রতিও ইতিহাস সদয় হবে না। ‘ফ্রিডম টু ভোট অ্যাক্ট’ এবং ‘জন লুইস ভোটিং রাইটস অ্যাডভান্সমেন্ট অ্যাক্ট’ নিয়ে কংগ্রেসকে বিতর্কের আয়োজন করতে হবে এবং এদের পক্ষে ভোট দিতে হবে।”

এর ঠিক আগের পোস্টে বাইডেন লিখেছিলেনঃ
“আমাদের গণতন্ত্রের গ’লায় যে ছু’রি চে’পে রয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি সেটা স্পষ্ট করে দিয়েছে।
সামনের দিনগুলোতে আমাদের ভোটাধিকারের লড়াইয়ের পন্থা নিয়ে আলোচনা করতে আগামীকাল, আমি আটলান্টায় যাচ্ছি।”