তৈমূর বিএনপির নয়, শামীম ওসমান-সেলিম ওসমানের প্রার্থী: আইভী

| আপডেট :  ৮ জানুয়ারি ২০২২, ০৩:১৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ৮ জানুয়ারি ২০২২, ০৩:১২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমূর আলম খন্দকার বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্র প্রার্থীও নন। তিনি শামীম ওসমান এবং সেলিম ওসমানের প্রার্থী।

আজ শনিবার দুপুর ১২টার দিকে বন্দর অঞ্চলের ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী বক্তারকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্ব’ন্দ্বী তৈমূর আলম খন্দকারের বি’ষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি।

আইভী বলেন, ‘যদি উনি বিএনপির প্রার্থী হতেন তাহলে ওনার মার্কা ধানের শীষ থাকতো। ওনার মার্কা কিন্তু ধানের শীষ নয়। ওনার মার্কা যেটা সেটা কিন্তু বিএনপির প্রতীক না। যেহেতু প্রতীকে নির্বাচন হচ্ছে, উনি যেহেতু প্রতীক পান নাই, তাহলে উনি বিএনপির প্রার্থীও নন। উনি শামীম ওসমান, সেলিম ওসমানের প্রার্থী।’

তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) বন্দরে প্রচারণা চা’লানোর সময় সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সাথে ছিল। এতে প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল যে তৈমূর আলম খন্দকার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনতাই আমার শক্তি। যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা আমার পক্ষেই থাকবে।’