‘ভোট ডাকাতির দিনগুলো শীতলক্ষ্যায় ডুবে মরে গেছে’

| আপডেট :  ১ জানুয়ারি ২০২২, ০১:৫৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ জানুয়ারি ২০২২, ০১:৫৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার শনিবার (১ জানুয়ারি) ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।শনিবার (১ জানুয়ারি) সকালে বন্দর খেয়াঘাট থেকে শুরু করে রূপালী, সোনাকান্দা ঘুরে ফের বন্দরঘাটে এসে প্রচারণা শেষ করেন।

এ সময়ে গণমাধ্যমকর্মীদের কাছে তৈমুর আলম বলেন, চট্টগ্রাম সিটিতে ট্যানেল নির্মাণ হয়েছে অথচ নারায়ণগঞ্জ সিটির গুরুত্বপূর্ণ শীতলক্ষ্যা সেতুই হয়নি। তিনি বলেন, বৃটিশ আমলে নারায়ণগঞ্জ পৌরসভা গুরুত্ব পেয়েছিল শীতলক্ষ্যার পূর্ব পাড়ে বন্দরের জন্য। কিন্তু সেই বন্দরের মানুষের জন্য একটি সেতু আজও নির্মাণ করা হয়নি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সেতু ও ট্যানেল দুইটি নির্মাণ করা হবে।নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তৈমুর বলেন, জনগণের সঙ্গে স’রকার পারে না। জনগণ নেমে গেছে। আর ভোট ডাকাতির দিনগুলো শীতলক্ষ্যায় ডুবে ম’রে গেছে।