‘এদেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়’, আওয়ামী লীগ নেতার ফোনালাপ ভাইরাল

| আপডেট :  ২৮ ডিসেম্বর ২০২১, ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৮ ডিসেম্বর ২০২১, ১২:১৬ অপরাহ্ণ

কি করবেন যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। এমনই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এ অডিও ক্লিপটি কুমিল্লা উত্তর জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার এবং বিএনপি দলীয় দেবিদ্বার উপজে’লা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের বলে অ’ভিযোগে জানা গেছে।

সোমবার মধ্য রাতে দু’দলের দুই নেতার চাঞ্চল্যকর কথোপকথনের এ অডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়ে পড়ে। অডিওতে শোনা যায়, উত্তর জে’লা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতার সঙ্গে নিজ দলের বি’রুদ্ধে চ’রম আ’পত্তিকর কথা-বার্তা বলছেন। এতে কুমিল্লা উত্তর জে’লাসহ দেবিদ্বার উপজে’লা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষো’ভ ছড়িয়ে পড়ে।

নেতাকর্মীরা অবিলম্বে রোশন আলী মাস্টারের বি’রুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ফাঁ’স হওয়া কথোপকথনে কুমিল্লা উত্তর জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বিএনপির সাবেক উপজে’লা চেয়ারম্যান রহুল আমীনের সঙ্গে বলেন, কি করবেন যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে।

আপনারা বি’রোধী দল (বিএনপি) শক্ত না, মা’মলা-হা’মলার ভ’য়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বি’রোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন তাহলে তো অ’পকর্ম হবেই, যা ইচ্ছা তা-ই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বি’রোধী দল। আপনারা দেবিদ্বারে কই? কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে?

মাঠে নেমে মিছিল মিটিং করেন আমি আপনাদেরকে সুযোগ করে দেই অসুবিধা কি, আমি (বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি) মঞ্জু ভাইকে বলেছি, দেশে যান আন্দোলন করেন তাহলে বুঝব আপনারা রাজনীতি করেন। আপনারা তো সময় হলে একটু ই করেন, এগুলো করলে হবে না, রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হলে আন্দোলন সংগ্রাম করতে হবে।

এদিকে রোশন আলী মাস্টারের এ অডিও এখন ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কিভাবে দলের বি’রুদ্ধে বি’ষোদগার করেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। এ বি’ষয়ে কুমিল্লা উত্তর জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, আমার খ’ণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে, পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশ হলে বাস্তব চিত্রটা উঠে আসতো।

তিনি দাবি করেন, দেবিদ্বারে বিগত উপজে’লা নির্বাচনে যারা মুজিব কোট পরে ধানের শীষের ভোট কে’টেছে আমি মূলত তাদের বি’রুদ্ধে কথা বলেছি। এ বি’ষয়ে কুমিল্লা উত্তর জে’লা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক, ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আ’পত্তিকর কথা শুনে আমি খুব ক’ষ্ট পেয়েছি। একজন সিনিয়র নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয়। সুত্রঃ মানবজমিন