স্ত্রীর প্রতি রাগ কমাতে ৪৫০ কিলোমিটার হাঁটলেন তিনি

| আপডেট :  ৮ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ৮ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ

স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া, মান-অভিমান বেশ স্বাভাবিক ঘটনা। কিন্তু স্ত্রীর ওপর রাগ কমাতে কেউ ৪৫০ কিলোমিটার হাঁটবে এটা হয়তো কল্পনারও বাইরে। তবে এই অকল্পনীয় কাজটিই করেছেন কানাডার এক ব্যক্তি।

স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর রাগ দমাতে পুরো ৪৫০ কিলোমিটার হেঁটেছেন তিনি। এমনকি তিনি আরও হাঁটতেন যদি না তাকে পুলিশ বাঁধা দিতো। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম এখনও জানা যায়নি।

জানা গেছে, ওই ব্যক্তি সুইজারল্যান্ডের সীমান্তবর্তী ইতালির উত্তরাঞ্চলীয় কোমো শহরের বাসিন্দা। স্ত্রীর সাথে ঝগড়ার পর রাগ দমাতে তিনি টানা এক সপ্তাহ ধরে হাঁটছিলেন।

পরে প্রায় ৪৫০ কিলোমিটার হাঁটার পর ফানো শহরের পুলিশ রাত ২টার দিকে ওই ব্যক্তিকে থামায়। মূলত করোনায় বিদ্যমান লকডাউন কারফিউয়ের নিয়ম ভাঙায় পুলিশ তাকে থামিয়েছিলো। আর এর পরই এই অবাক করা তথ্য সামনে আসে।

আটকের পর পুলিশ ওই ব্যক্তিকে কারফিউয়ের নিয়ম ভাঙায় ৪০০ ইউরো জরিমানা করে এবং তাকে নিয়ে যেতে তার স্ত্রীকে ফোন করে। পরে ওই ব্যক্তির স্ত্রী ফানো শহরে এসে তাকে নিয়ে যায়। এসময় হোটেলে রাত কাটানোর বিল ও পুলিশের জরিমানাও পরিশোধ করেন তিনি।