স্মৃতিসৌধে বিএনপির হাতাহাতি, পড়ে গেলেন ফখরুল-রিজভী

| আপডেট :  ১৬ ডিসেম্বর ২০২১, ০১:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৬ ডিসেম্বর ২০২১, ০১:৪৩ অপরাহ্ণ

সাভারে জাতীয় স্মৃ’তিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিজেদের হট্টগোলে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নিজেদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্মৃ’তিসৌধে থাকা ফুলের টব ভা’ঙচুর করেন তারা। তাদের ধাক্কাধাক্কিতে দলটির মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাস’চিব রুহুল কবির রিজভীকে পড়ে যেতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুলেল শ্রদ্ধা জানাতে স্মৃ’তিসৌধের বেদির দিকে এগিয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাস’চিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শ্যামা ওবায়েদসহ আরও অনেকে।

বেদির সামনে বাম দিকে ঢাকা জে’লা বিএনপি ও ডান দিকে শ্র’মিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা আগে থেকে অবস্থান করছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষ হলেও বেদি ত্যাগ করছিলেন না তারা। বেদির সামনেই খালেদা জিয়ার মুক্তি দাবিতে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে স্লোগান দিতে থাকেন তারা। পুলিশ সদস্যরা তাদের সরে যেতে হুইসেল বাজালেও উল্টো করতালি দিয়ে আরও জো’রে স্লোগান দিতে থাকেন বিএনপি নেতারা।

মহাস’চিব ফখরুলসহ দলের সিনিয়র নেতাকর্মীরা পেছনে অপেক্ষা করছিলেন। প্রায় আধাঘণ্টা পর বিএনপির চেয়ারপারসন ফোর্সের (সিএসএফ) সদস্যরা নেতাকর্মীদের সরে যেতে বলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন। এতে ফখরুল, রিজভীসহ নেতাকর্মীদের ধাক্কায় পড়ে যান।

সিএসএফের এক সদস্যকে নেতাকর্মীদের ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। আমানুল্লাহ আমানকে দেখা যায় নেতাকর্মীদের দিকে উত্তেজিত হয়ে তেড়ে যেতে। পরে সিএসএফের সদস্যদের সহযোগিতায় মহাস’চিবসহ সিনিয়র নেতাকর্মীরা বেদি ত্যাগ করেন।