ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ রোহিঙ্গা আটক

| আপডেট :  ৬ ডিসেম্বর ২০২০, ০২:০৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ ডিসেম্বর ২০২০, ০২:০৭ অপরাহ্ণ

ভারত থেকে বাংলাদেশে আগত ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আটককৃতদের মধ্যে ২ মানবপাচারকারীও ছিলো।

ভোর সাড়ে ৬টায় সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে রোববার (৬ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

র‍্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান জানান, রোববার ভোর সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-৯ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের চারটি আইডি কার্ড জব্দ করা হয়।

এসময় তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রোহিঙ্গারা ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে গোপনে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য ছিল কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বর্তমানে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র‍্যাবের হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং মানবপাচারকারীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।