সেই ছাত্রলীগ নেতা অমিত সাহার যাবজ্জীবন

| আপডেট :  ৮ ডিসেম্বর ২০২১, ০২:০৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৮ ডিসেম্বর ২০২১, ০২:০৭ অপরাহ্ণ

সবুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সেই আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে ২২ জন রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন। বাকি ৩ জন পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় সবচেয়ে আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে থাকা সাধারণ মানুষজন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল (২৪), মাে. অনিক সরকার অপফে অপু (২২), মেহেদী হাসান রবিন অরফো শান্ত (২৩), ইফতি মােশাররফ সকাল (২০), মাে. মনিরুজ্জামান মনির (২১), মেফতাহুল ইসলাম জিয়ন (২৩), মাে. মাজেদুর রহমান অরফে মাজেদ (২০), মাে. মুজাহিদুর রহমান অরফে মুজাহিদ (২১), খন্দকার তাবাকারুল ইসলাম অরফে তানভির (২১), হােসেন মােহাম্মদ তােহা (২১), মাে. শামীম বিল্লাহ (২১), মাে. সাদাত অরফে এ এস এম নাজমুস সাদাত (২১), মুনতাসির আল জেমী (২০), মাে. মিজানুর রহমান অরফে মিজান (২২), এস এম মাহমুদ সেতু (২৪), সামসুল আরেফিন রাফাত (২১), মাে. মাের্শেদ অরফে মাের্শেদ অমর্ত্য ইসলাম (২০), এহতেশামুল রাব্বি অরফে তানিম (২০) (পলাতক), মােহাম্মদ মাের্শেদ উজ্জামান মন্ডল প্রকাশ জিসান (২২) (পলাতক), মুজতবা রাফিদ (২১) (পলাতক)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- অমিত সাহা (২১), ইসতিয়াক আহমেদ মুন্না (২১), মাে. আকাশ হােসেন (২১), মুহতাসিম ফুয়াদ (২৩), ও মাে. মােয়াজ অরফে মােয়াজ আবু হােরায়রা (২১)।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।