আজানের আগে দুরুদপাঠ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

| আপডেট :  ৪ ডিসেম্বর ২০২১, ১২:২৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ ডিসেম্বর ২০২১, ১২:২৫ অপরাহ্ণ

শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘরে আজানের আগে দরুদ পাঠ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর মসজিদের ইমাম হাফেজ আবদুল আহাদকে আজানের আগে দরুদ পাঠ করতে নিষেধ করেন ভাদুঘর খাদেমপাড়ার মৃত রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া। এরই জেরে বাগবিতণ্ডা হলে সোহেল একই এলাকার মৃত আলী আফজালের ছেলে দেলোয়ার হোসেন লিটন (৩৫) ও তার ভাতিজাকে মসজিদে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে ওই ঘটনা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, দেলোয়ার ও সোহেলের পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তাই মসজিদে দরুদ পড়া নিয়ে এই ঘটনা ঘটে।