তিমির বমিতে কোটিপতি মৎসজীবী

| আপডেট :  ৫ ডিসেম্বর ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৫ ডিসেম্বর ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ণ

মাছ বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। মাসিক আয় ছিলো পাঁচশ পাউন্ড। কিন্তু তিমির বমিতে রাতারাতি ভাগ্য বদলে গেছে নারিস নামে ওই মৎসজীবীর।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ওই মৎস্যজীবী প্রথমে তিমির বমিকে ভেবেছিলেন সাধারণ পাথরের টুকরো। কিন্তু ২৪ কিলোগ্রামের বেশি ওজনের ওই তিমির বমির আসল দাম প্রায় ২৬ কোটি টাকা। এখন পর্যন্ত পাওয়া অ্যাম্বারগ্রিসের বৃহত্তম টুকরো এটি।

নারিস জানান, এক ব্যবসায়ী তাকে ওই তিমির বমির জন্য ২৬ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি এই অ্যাম্বারগ্রিসের সুরক্ষার কথা ভেবে পুলিশকেও জানাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, অ্যাম্বারগ্রিস হলো তিমির দেহ থেকে নির্গত বর্জ্য, যা তিমির অন্ত্র থেকে বেরিয়ে আসে।