সাজেক পর্যটনকেন্দ্রে আ’গুন, পু’ড়ে ছাই কটেজ ও রেষ্টুরেন্ট

| আপডেট :  ২ ডিসেম্বর ২০২১, ১১:০২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ ডিসেম্বর ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজে’লার সাজেকে বুধবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে অ’গ্নিকাণ্ডেের ঘটনা ঘটে। এতে তিনটি পর্যটন কটেজ পু’ড়ে গেছে। এছাড়াও একটি বাড়ি ও একটি রেস্তোরাঁও পু’ড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আ’গুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ’গ্নিকাণ্ডেের ঘটনায় এখনও ক্ষয়ক্ষ’তির পরিমাণ জানা যায়নি। চিলেকোঠা রেস্টুরেন্টের মালিক নাসির উদ্দিন পিন্টু জানান, গত রাতে অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আ’গুনের সূত্রপাত হয়। ওই আ’গুন পরবর্তীতে আরও কয়েকটি রিসোর্টে ছড়িয়ে পড়ে।

এতে পাশে থাকা একটি রেস্টুরেন্ট ও একটি থাকার ঘর পু’ড়ে যায়। ফায়ার সার্ভিস না থাকায় আ’গুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। পরবর্তীতে খাগড়াছড়ির দিঘীনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আ’গুন নিয়ন্ত্রণে আনে।