চীনের কারাগার থেকে পালালেন উত্তর কোরীয়, ভিডিও ভাইরাল

| আপডেট :  ৩০ নভেম্বর ২০২১, ১২:২১ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ নভেম্বর ২০২১, ১২:২১ অপরাহ্ণ

প্রথম দেখাতে মনেই হতে পারে যেন একশন সিনেমার কোনো দৃশ্য। বিষয়টি মোটেই তেমন না। চীনের কারাগারের কঠোর নিরাপত্তা বেষ্টনীকে ফাঁকি দিয়ে পালালেন এক উত্তর কোরীয় নাগরিক।

যদি ও পালানোর ৪০ দিন পর আবার আটক করা হয়েছে ৩৯ বছর বয়সী ঝু জিয়ানজিয়ানকে।

প্রায় দেড় মাস আগে জিয়ানজিয়ানের পালানোর ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সম্প্রতি।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মাত্র ৪০ সেকেন্ডে কারাগারের দেয়াল বেয়ে ছাদে উঠে যান ঝু। ইলেকট্রিক তারের বেড়া দিয়ে ঘেরা ছিল ছাদ। কয়েকবারের চেষ্টায় সেটাও পার হয়ে লাফিয়ে পড়েন নিচে। কিছু সময়ের জন্য পড়ে থাকার পর আবার শুরু করেন দৌঁড়। পালিয়ে যান সীমানার বাইরে।

এরপর ঝুয়ের খোঁজ দেয়ার জন্য ৭ লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করেছিল চীনের পুলিশ। ২০১৩ সালে অবৈধভাবে উত্তর কোরিয়া থেকে চীনে প্রবেশ ও ডাকাতির ঘটনায় ১১ বছরের সাজাপ্রাপ্ত ঝু।