নৌকাকে বিপুল ভোটে হারিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন জামায়াতের প্রার্থী

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ণ

পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাষা ও ৪ নম্বর কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ নম্বর হাড়িভাষা ইউপিতে জামায়াতের আরকান সদস্য মো: নুর আলম ৫ হাজার ৯৪৭ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান ৪ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন।

এছাড়া ৪ নম্বর কামাত কাজল ইউপিতে জামায়াতের আরকান সদস্য মো: তোফায়েল প্রধান ৪ হাজার ৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম ৩ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন।

৭ নম্বর হাড়ীভাষা ইউপির দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যা মো: নুর আলম বলেন, আমার ইউপির ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করব।

৪ নম্বর কামাত কাজল দিঘি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো: তোফায়েল প্রধান বলেন, ভোটাররা তাদের মূল্যবান ভোটের মর্যাদা রক্ষা করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সুত্রঃ নয়া দিগন্ত