উত্তর দিতে না পেরে লাইভ থেকে পালালেন মামুনুল হক (ভিডিও)

| আপডেট :  ৪ ডিসেম্বর ২০২০, ১০:১১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ ডিসেম্বর ২০২০, ১০:১১ পূর্বাহ্ণ

রানার মিডিয়া কর্তৃক সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় উপস্থাপকের প্রশ্নের সদুত্তর না দিতে পেরে আলোচনা ত্যাগ করে চলে গিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

গতকাল (বৃহস্পতিবার) আয়োজিত এ ভার্চুয়াল আলোচনায় মামুনুল হক ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিঝুম মজুমদার।

লাইভে মামুনুল হক বলেন, তাদের বিরোধিতা বঙ্গবন্ধুকে নিয়ে নয়। কারও ভাষ্কর্য তৈরি করা হলেই তারা সেটির বিরোধিতা করবেন। এসময় তিনি অভিযোগ করেন বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে তাদের প্রতিবাদের বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এবং বঙ্গবন্ধুকে আলেমদের শত্রু হিসেবে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে।

এছাড়া তিনি ড. জাফর ইকবালের সমালোচনা করে বলেন, তার কারণে ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব পাঠ্যক্রমে সংযুক্ত করা হয়েছে। যারা এই তত্ত্ব বিশ্বাস করে তারাই নাস্তিক।

এসময় উপস্থাপক তুরষ্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণের প্রসঙ্গ তুললে মামুনুল হক আলোচনা বন্ধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।