ঘনিষ্ঠতম শারীরিক মুহূর্তে সঙ্গীর কাছে যা শুনতে চান নারীরা

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২১, ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২১, ১২:১৫ অপরাহ্ণ

সুস্থ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বিশেষ সম্পর্ক সক্রিয় ভূমিকা পালন করে। শারীরিক সম্পর্ক কোনো দম্পতির রসায়নকে নিবিড় করতে, পরস্পরকে আরও কাছাকাছি আসতে সাহায্য করে। তবে বিশেষ সম্পর্কের উদ্দেশ্য শুধু পরস্পরের শারীরিক চাহিদা পূরণ নয়; মানসিক বিষয়ও এতে লুকিয়ে থাকে।

অথচ অনেক সময়, দু’জন মানুষ বিশেষ সম্পর্কে জড়ালেও অধরা থেকে যায় তৃপ্তির বিষয়টি। বেশ কিছু দিন ধরে কোনো দম্পতির মধ্যে এরকম ঘটনা চলতে থাকলে সম্পর্কে একঘেয়েমি আসতে পারে। ফলে স্বাভাকি সম্পর্কেও ধরতে পারে ফাটল। এমনকি বিচ্ছেদও ঘটে যেতে পারে। সে কারণে সম্পর্কের যত্নে শারীরিক ঘনিষ্ঠতা যেমন প্রয়োজন, একই সঙ্গে দরকার মানসিক তৃপ্তিও।

যুক্তরাষ্ট্রের চাপম্যান ইউনিভার্সিটি এ ব্যাপারে একটি সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষায় দেখা যায়, বিশেষ সম্পর্কের সময় নারীরা তাদের পুরুষ সঙ্গীর কাছ থেকে ‘আই লাভ ইউ’ বা আমি তোমাকে ভালোবাসি বাক্যটি শুনতে চায়। বিশেষ মুহূর্তে সঙ্গীর মুখ থেকে ভালোবাসার কথা শুধু শরীর নয়, মনকেও তৃপ্ত করে। সূত্র: মেডিসিননেট।